ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২৩৪

শাকিবের নায়িকা হচ্ছেন না তিশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ৫ অক্টোবর ২০২২  

প্রথমবারের মতো তরুণ মেধাবী নির্মাতা রায়হান রাফীর সিনেমায় নায়ক হয়ে কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু বলেছেন ‘চমক’ আছে।

 

এরপরই গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে সেই খবর উড়িয়ে দিয়েছেন হালের ক্রেজ। সাফ জানিয়ে দিয়েছেন, শাকিবের নায়িকা হচ্ছেন না তিনি।

 

তিশা বলেন, আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর কখনো ছবি করলে তা সবাইকে জানিয়েই করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।

 

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মিত হবে এসকে ফিল্মস ও বিগ স্ক্রিন-এর ব্যানারে। সেটি প্রযোজনা করবেন টপি খান ও মনিরুজ্জামান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর