ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
১৮৭

শাকিবের পরবর্তী সিনেমা ‘শের খান’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫১ ১৭ অক্টোবর ২০২২  

শাকিব খানকে বহুদিন ধরে অ্যাকশন গল্প নির্ভর সিনেমায় দেখতে চেয়েছেন ভক্তরা। এবার তাদের সেই চাওয়া পূরণ করতে যাচ্ছেন তিনি। পুলিশি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার।

 

মারদাঙ্গা অ্যাকশন ও পর্দায় চৌকস পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিবকে। সিনেমার নাম ‘শের খান’। এটি পরিচালনা করবেন সানী সানোয়ার। এর আগে ঢাকা অ্যাটাক সিনেমার কাহিনী লেখেন তিনি। প্রযোজনা করছে ‘মিশন এক্সট্রিম’।

 

ইতোমধ্যে ‘শের খান’ নামটি পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটি জানানো হয়নি।

 

‘শের’ মানে বাঘ। নামেই ইঙ্গিত দিচ্ছে, মারকাটারি অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘শের খান’। তবে এ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলতে চান না পরিচালক সানী। শুধু এটুকু জানান, চলতি মাসেই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

 

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ‘শের খান’ সিনেমাতে শাকিবকে নতুনভাবে উপস্থাপন করতে নানামাত্রিক পরিকল্পনা নিয়েছেন পরিচালক সানী। নতুন চমক থাকছে! কপ ক্রিয়েশন ও শাকিব খান ফিল্মসের বানারে এটি নির্মিত হবে। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের যেকোনো উৎসবে মুক্তি পাবে ‘শের খান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর