ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৮৬৭

শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৭ ২৫ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক চিঠিতে ট্রাম্প এই অভিনন্দন জানান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গেল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি মুখপাত্র রবার্ট পালাডিনো বিবৃতিতে বলেন, নির্বাচনে ভোট দেয়া কোটি বাংলাদেশিকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ২০১৪ সালের নির্বাচন বর্জনের পর এবার সব দলের অংশগ্রহণ ‘ইতিবাচক অগ্রগতি হিসেবেও আখ্যা দেয় দেশটি।

একাদশ সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয় ও চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর