ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৯১৩

ষড়যন্ত্রের শিকার জ্যাকুলিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩৮ ১৯ আগস্ট ২০২২  

চাঁদাবাজির মামলায় ফেঁসেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২১৫ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মুম্বাইয়ের সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে তার নাম জড়িয়ে গেছে।

 

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে জ্যাকুলিনের নাম। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার আইনজীবী।


সুকেশের সাবেক বান্ধবী জ্যাকুলিন। অবৈধ টাকা থেকে বহু দামি উপহার প্রেমিকাকে দিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই তলব করা হয় অভিনেত্রীকে। ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) দফতরে ডাকা হয় তাকে। তবে তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার আইনজীবী প্রশান্ত পাতিল।


এক বিবৃতিতে তিনি জানান, তদন্তকারী সংস্থাগুলোকে সহযোগিতা করছেন জ্যাকুলিন। তিনি সব হাজিরাই দিয়েছেন। তথ্য দিয়েও সহযোগিতা করছেন। তবুও তাকে কেন হেনস্তা করা হচ্ছে?


এ আইনজীবী বলেন, জ্যাকুলিনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে তদন্তকারী দলগুলো তা বুঝতে পারছে না? তিনি ষড়যন্ত্রের শিকার।
 

অবৈধ লেনদনের সঙ্গে সুকেশ জড়িত হওয়ার পর ইডির নজরে পড়েন জ্যাকুলিন। গত বুধবার তার বিরুদ্ধে অভিযোগ করে ইডি। তবে এখনও কোনো অনুলিপি নায়িকার কাছে পৌঁছায়নি।

 

এ প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি জ্যাকুলিন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর