ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
১৬৪

সবার আগে কোয়ার্টারে নেদারল্যান্ডস

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৫৭ ৪ ডিসেম্বর ২০২২  

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শনিবার (৩ ডিসেম্বর) দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মার্কিনিদের ৩-১ গোলে পরাজিত করেছে ডাচরা। দলের হয়ে গোল করেন মেমফিস ডিপে, ডিফেন্ডার ডিলে ব্লিন্ড ও ডেনজেল ডামফ্রাইস। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন হাজি রাইট ।

 

শুরু থেকে ইতিবাচক খেলে নেদারল্যান্ডস। ১০ম মিনিটে ডিফেন্ডার ডনজেল ডামফ্রাইসের নিখুঁত ক্রসে ডি বক্সে বল পেয়ে যান ডিপে। চলন্ত বলটি ছোট বক্সের লাইন থেকে জোরালো শটে জালে জড়ান ডাচ স্ট্রাইকার। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করে ডাচরা। এসময় ডামফ্রাইসের ক্রসের বল জোরালো শটে জালে জড়ান ব্লিন্ড। ফলে লিড নিয়েই বিরতিতে যায় লুই ফন গালের শিষ্যরা।

 

বিরতি থেকে ফেরার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে যুক্তরাষ্ট্র। মুহূর্মুহু আক্রমণে গোলের সুযোগ সৃষ্টি করে তারা। তবে সুফল পেতে ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। সেসময় বদলি হিসেবে মাঠে নামা  ডিআন্দ্রে ইয়েডলিন দারুণভাবে বল পাঠিয়ে দেন আক্রমণের দায়িত্বে থাকা পুলিসিচকে। তিনি বলটি ক্রস করেন রাইটকে। বিলম্ব না করেই বলটি জালে ফ্লিক করে দেন তিনি।

 

এতে ব্যবধান কমলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি মার্কিনিরা। ম্যাচের ৮১ মিনিটে গোল করে ডাচদের ফের আগের ব্যবধানে নিয়ে যান ডামফ্রাইস। ব্লিন্ডের ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। আর প্রত্যাশিত জয় নিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর