ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৪১

সুইজারল্যান্ডের বিপক্ষে যেমন হবে ব্রাজিলের একাদশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১০ ২৮ নভেম্বর ২০২২  

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে রোববার (২৮ নভেম্বর) মাঠে নামছে ব্রাজিল। দলের তারকা ফুটবলার নেইমারকে ছাড়া এদিন লড়তে হবে তাদের। নেইমারবিহীন ব্রাজিলের একাদশ কেমন হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই ফুটবলপ্রেমীদের।  

 

কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচটি। ইনজুরির কারণে নেইমার ও দানিলো ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই দুই পরিবর্তন আসতে যাচ্ছে ব্রাজিলের একাদশে। 

 

কৌশলেও পরিবর্তন আসতে পারে সেলেকাওদের। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল খেলেছিল ৪-২-৩-১ ফর্মেশনে, তবে এদিন সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের দেখা যেতে পারে ৪-৩-৩ ফর্মেশনে। 

 

ধারণা করা হচ্ছে, নেইমারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ফ্রেড। দলের প্রাণভোমরা না থাকায় লুকাস পাকেতাকে দেখা যেতে পারে অন্য পজিশনে। ইনজুরি আক্রান্ত দানিলোর জায়গায় একাদশে ঢুকতে পারেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাও। 

 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ 

অ্যালিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহস, অ্যালেক্স সান্দ্রো, কাসিমিরো, ফ্রেড, পাকোয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর