ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
২২৭

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে যা বললেন মিথিলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৩৪ ২০ নভেম্বর ২০২২  

সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট বিশ্লেষণ করে ভারতীয় গণমাধ্যম সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলার সংসারে ভাঙনের শঙ্কা দেখছেন। তবে সেই গুঞ্জনের খবরকে ভিত্তিহীন বলছেন মিথিলা। তিনি জানান, এ ইস্যু খুব অনৈতিক।

 

মিথিলা বলেন, আমাদের একটি মেয়ে আছে। সে বড় হচ্ছে। করোনায় যখন ঢাকায় ছিলাম, তখন একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। তবে বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে। যা ঠিক নয়।

 

তিনি বলেন, সামাজিক মাধ্যমে আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ নিয়ে আমার কোনও ধারণা নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমরা একে অপরের সঙ্গে দারুণ আছি। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি।

 

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এপার-ওপার বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর