ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
২২৭

হিরো আলমকে থামানো যাবে না: মালেক আফসারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৪ ২ নভেম্বর ২০২২  

সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচিত সমালোচিত হিরো আলমের পাশে দাঁড়ালেন প্রযোজক মালেক আফসারী। এবার তাকে সমর্থন জানিয়ে দৃঢ়কণ্ঠে বললেন, হিরোকে থামানো যাবে না। তার সঙ্গে শিক্ষিত সমাজ আছে। 

 

বগুড়ার ছেলে হিরো। নিজের মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা এই যুবককে এখন বাংলার সব মানুষ চেনে। আলোচনা-সমালোচনা নির্বিশেষে অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

সম্প্রতি হিরো কবিতা আবৃত্তি মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি হয়। নিজের জীবনের ওপর লেখা একটি কবিতা আবৃত্তি করেন। কবিতার মধ্য দিয়ে তার জীবনের কষ্টের চিত্র সামনে এসেছে। হিরো গত দুই মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদিবের সঙ্গে পাঠ চর্চা করছেন। 

 

সাহসিকতার প্রশংসা করেছেন দেশের অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে অনেকবার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর