ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৩৭

৩০ বছর পর নখ কাটলেন তরুণী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৭ ৯ এপ্রিল ২০২১  

গোঁফ দিয়ে যায় চেনা! নাহ্! এক্ষেত্রে নখ দিয়ে যায় চেনা। তবে অচিরেই আর চেনা যাবে কি তাকে? তিনি আয়ানা উইলিয়ামস। এই তরুণী গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছিলেন কয়েক বছর আগেই। 


কেননা তিনি ছিলেন পৃথিবীর দীর্ঘতম নখের অধিকারিণী! ক্রমে সেই নখ আরও বেড়েছে। কিন্তু অবশেষে আয়ানা কেটে ফেললেন তা।


২০১৭ সালে তার হাতের নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। এই কয়েক বছরে তা বেড়ে হয়েছিল ২৪ ফুট। কিন্তু দীর্ঘতম সেই নখ তিনি টেক্সাস শহরের ট্রিনিটি ভিস্তা ডারমাটোলজিতে অবশেষে কেটেই ফেললেন। 


এক ধরনের ইলেক্ট্রিক রোটারি টুল দিয়ে এই নখ কাটা হলো। ৩০ বছরে এই প্রথম নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ানা । সেই ১৯৯০ সাল থেকে নখ রাখছেন।


তা কেটে তিনি বলেছেন, নখ থাকুক বা না থাকুক, আমি রানিই থাকব! তার নখ কাটার ভিডিওটি ভাইরালও হয়েছে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর