ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৩৮

৮ মার্চ আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা‘ কনসার্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১০ ৭ মার্চ ২০২৩  

দুই বছর পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সপ্তমবারের মতো এ কনসার্ট আয়োজন করেছে ‘ইয়াং বাংলা’। কনসার্টটি ৭ মার্চে অনুষ্ঠিত হলেও এবার পবিত্র শবেবরাত থাকায় একদিন পিছিয়ে ৮ মার্চ বিকেল ৩টায় ব্যান্ড সংগীতের এ আয়োজন বসছে।

 

কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট। ইয়াং বাংলা জানিয়েছে, জয় বাংলা কনসার্ট সম্পূর্ণ ফ্রি কনসার্ট। সবার জন্য উন্মুক্ত।

 

‘জয় বাংলা কনসার্ট ২০২৩’-এ পারফর্ম করবে ৯টি ব্যান্ড। তরুণদের মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভ্যাল’।

 

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ ছাড়াও প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর