ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
৩৩১

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিতে চেয়েছিলেন শাহরুখ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২২ ২ এপ্রিল ২০২৩  

২০১০ সালের এক পুরোনো ভিডিওতে বলিউড কিং শাহরুখ খানকে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষে ওকালতি করতে দেখা গেছে। সেসময় তিনি চেয়েছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ হোক তারা। 

 

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তারকা বলেন, টি-টোয়েন্টিতে পাক ক্রিকেটাররা সেরা। সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছিলেন পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর। শাহরুখ খানের টাইমলাইন থেকে তা নিয়েছিলেন তিনি। 

 

ওই সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম কর্নধার ছিলেন কিং খান। গুণগত মানের খেলোয়াড়ের অভাবে দল সাজাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। 

 

আইপিএল নিলামে পাকিস্তানের ক্রিকেটারদের জায়গা দেয়া হয়নি। পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা খুবই অসম্মানজনক।

 

শাহরুখ খান বলেন, আমি ব্যক্তিগতভাবে পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে আমার দলে ভেড়াতে চেয়েছিলাম। শুধু তাই, মোট ১১ পাকিস্তানি ক্রিকেটারকে নেয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা করেছিলাম আমি। তবে শেষমেষ তাদের কাউকেই নিতে পারিনি।

 

এতে ভারতীয় সমর্থকদের তুমুল সমালোচনার মুখে পড়েন শাহরুখ। ওই প্রেক্ষাপটে তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতা আইপিএলে ভালোভাবে নিয়ন্ত্রণ করা উচিত। আমি সত্যিই বিশ্বাস করি, বিশ্বে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের খেলোয়াড়রা সেরা। তারা চ্যাম্পিয়ন ও চমৎকার। 

 

ডন খ্যাত অভিনেতা বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা আছে। তবে খেলাধুলাকে এর মধ্যে জড়ানো উচিত নয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর