ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
৩৩০

আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৫ ১ এপ্রিল ২০২৩  

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভাড়া করা বিমানে ভারতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৮টায় ঢাকা ছেড়েছেন তিনি।

 

জানা গেছে, আজ শনিবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা রয়েছে। সে ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন  কাটার মোস্তাফিজ।

 

শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

 

একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।  তাদের দুজনকে তবে শুরু থেকে পাচ্ছে না কলকাতার দলটি।  আগামী ৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে দুজনের আইপিএলে যোগ দেয়ার কথা রয়েছে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর