ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
৩২৫

আইসিসির মাসসেরা সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ১২ এপ্রিল ২০২৩  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। 

 

গেল মাসে মাস সেরা হতে সাকিবকে লড়াই করতে হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে। 


গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছিলেন দারুণ। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। 



শুধু ওয়ানডে সিরিজই নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছিলেন সাকিব। তার নেতৃত্বেই প্রথমবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। 

 

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। আর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫ উইকেট নেয়ার পাশাপাশি বনে যান সর্বোচ্চ উইকেটের মালিক। শুধু মার্চ মাসেই সাকিব ৩৫৩ রানের পাশাপাশি ১৫ উইকেট দখল করেছেন। যার সুবাদেই এবার মাস সেরার পুরস্কার উঠলো সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসেও একবার মাস সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর