ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২
good-food
১০

আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৬ ২৮ জানুয়ারি ২০২৬  

বল হাতে গত বছর দারুণ কেটেছে মোস্তাফিজুর রহমানের। নতুন বছরের প্রথম মাসে এবার তার পুরস্কারই পেলেন এই বাংলাদেশি পেসার। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আইসিসি থেকে সুখবর পেয়েছেন মোস্তাফিজ। বুধবার আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে এই বাঁহাতি পেসারের।

একধাপ এগিয়ে মোস্তাফিজের অবস্থান এখন সপ্তম। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।

নতুন হালনাগাদ হওয়া র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফগান বোলার মুজিব-উর-রহমানের। তিনি পাঁচ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে। তার নতুন অবস্থান ৯। আর রেটিং পয়েন্ট ৬৫৬।

এ ছাড়া এক ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান ইলিস। তিনি উঠে এসেছেন আট নম্বরে। এক ধাপ এগিয়ে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ জায়গা করে নিয়েছেন পাঁচে।

সেরা চারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সবার উপরে আছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। পরের তিনটি জায়গায় যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কিউই পেসার জ্যাকব ডাফি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর