ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food
১২

আ’লীগের সময় নীরব ভারত এখন কেন সরব, প্রশ্ন তৌহিদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ১৭ ডিসেম্বর ২০২৫  

শুরু থেকেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে বাংলাদেশ সবসময়ই প্রতিবেশী দেশটির সঙ্গে একটি গঠনমূলক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চেয়েছে বলে তিনি জানান।

বুধবার বিকেলে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এসব কথা বলেন।

বাংলাদেশ–ভারত সম্পর্কের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, শুরু থেকেই আমাদের সম্পর্কে কিছু টানাপোড়েন বা চাপ ছিল। কিন্তু আমরা ধারাবাহিকভাবে একটি ইতিবাচক ও কার্যকর কর্মসম্পর্ক চেয়ে এসেছি। এখন উভয় পক্ষকেই এই সম্পর্ক এগিয়ে নিতে কাজ করতে হবে।”

দুই দেশ সবসময় একই পথে এগোতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে কিছু বিষয়ে আমাদের যেমন উদ্বেগ আছে, আবার তাদেরও কিছু উদ্বেগ রয়েছে। যার ফলে এই টানাপোড়েন অব্যাহত রয়েছে।”

বুধবার ভারতীয় হাইকমিশনারকে তলব এবং এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “এটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার” অংশ। বাংলাদেশ নিজেদের উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে, যদিও ভারত তা গ্রহণ করেনি।”

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের রয়েছে। বিশেষ করে ভারতীয় হাইকমিশনের দিকে কোনো মিছিলের ঘটনার পর নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।”

তবে ভিসা সেন্টার কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, “ভিসা সংক্রান্ত বিষয়ে যেকোনো দেশ সিদ্ধান্ত নিতে পারে, এটি তাদের সার্বভৌম অধিকার।”

নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তা কমানোর কোনো পরিকল্পনা আপাতত নেই জানিয়ে তৌহিদ হোসেন বলেন, “যদি দেখি আমার কর্মকর্তাদের জন্য সেখানে কোনো কাজ নেই, তবেই সংকোচনের কথা ভাবব।”

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ‘সেভেন সিস্টার্স’ নিয়ে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহ সরকারের অংশ নন। সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি, তাই এটি নিয়ে উদ্বেগের কারণ নেই।”

নির্বাচন প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক বিবৃতির কড়া সমালোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা বিষয়ে ভারতের কোনো ধরনের পরামর্শ বাংলাদেশ গ্রহণ করবে না।”

ভারতের বিবৃতিকে ‘অপ্রয়োজনীয় পরামর্শ’ আখ্যা দিয়ে তৌহিদ হোসেন প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরের নির্বাচনগুলোর সময় ভারত নীরব ছিল। তখন তারা একটি কথাও বলেনি, তাহলে এখন কেন?”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা যখন এমন একটি নির্বাচনের দিকে এগোচ্ছি, তখন অন্য কোনো দেশের পরামর্শের প্রয়োজন নেই এবং আমরা এর কোনো প্রয়োজনীয়তাও দেখি না।”

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর