ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
১০৪৫

ইন্দোনেশিয়ার সুন্দাতে শক্তিশালী সুনামীর আঘাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩১ ২৩ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আশপাশের সৈকত এলাকায় সুনামিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।


বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার রাতে সুনামির পর থেকে এই ৪৩ মৃত্যুসহ আরো দু’জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। কয়েক ডজন ঘরবাড়ি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দপ্তর জানিয়েছে।


ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) ধারণা করছে, এই সুনামির সৃষ্টি ঘটেছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। ফলে মহাবিপর্যয় সংঘটিত হয়েছে সুন্দা প্রণালীর আশপাশে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে এই সুন্দা প্রণালীই জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। অধিকাংশ মৃত্যুর খবর এসেছে ইন্দোনেশিয়ার পান্দেগলাং, দক্ষিণ লামপাং ও সেরাং এলাকা থেকে।


এরই মধ্যে ইন্দোনেশিয়া সরকার উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ যাতে দ্রুত পৌঁছাতে পারে সে ব্যাপারে তৎপর ভূমিকা পালন করছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর