ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৯৩১

ইসরায়েলে ফুটবল স্থগিত করলো উয়েফা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১০ অক্টোবর ২০২৩  

ইসরায়েলে আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের ফুটবল স্থগিত করল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তীতে জানানো হবে।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) ইউরো বাছাইয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের। ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে।

 

২০২৪ ইউরো বাছাইসহ আরও বেশ কিছু ম্যাচও স্থগিত করা হয়েছে। সেই তালিকায় আছে ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো এবং ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাই।

 

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা। বিবৃতিতে বলা হয়, উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সবকটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর