ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৯৫

উদ্বোধনের পরদিন পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০০ ৮ জুন ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আগামী ২৫ জুন  স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। কিন্তু প্রথম দিন সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না। সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, পরদিন থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। 

 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

 

মঞ্জুর হোসেন বলেন, ২৫ তারিখ পদ্মা সেতু পার হওয়ার জন্য অনেকের মধ্যে আগ্রহ আছে। ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে আসার পর যেকোনো সময় প্রজ্ঞাপন দিয়ে বা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে কখন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পরদিন ভোর ৬টা বা ওই দিনই সন্ধ্যার পর কোন সময় থেকে।


 
তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া ও জাজিরা প্রান্তে দুটি অনুষ্ঠান হবে। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ। যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী কথা বলবেন। তারপর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন। সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় তিনি জাজিরা প্রান্তের সমাবেশে যোগদান করবেন।