ঢাকা, ০৪ জুলাই শুক্রবার, ২০২৫ || ২০ আষাঢ় ১৪৩২
good-food
২৯

এক ইনিংসেই গিলের ৫ রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২২ ৩ জুলাই ২০২৫  

ইংল্যান্ডে চলতি সফরের প্রথম টেস্টে হ্যাডিংলিতে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শুভমান গিলের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির (১৪৭) নজির গড়েন গিল। বুধবার (২ জুলাই) এজবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন গিল।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর ফের ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এদিন ২২২ রান করার মধ্য দিয়ে গিল ছাড়িয়ে যান ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়কে। দ্বিতীয় দিনের চা পান বিরতির পর খেলতে নেমে আউট হন শুভমান গিল।

এর আগে ৩৮৭ বল মোকাবেলা করে ৩০টি চার আর ৩টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৯ রানের ঝলমলে ইনিংস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচশ ছাড়িয়ে ছয়শত রানের কাছাকাছি চলে যায় ভারত। ইংল্যান্ডের মাঠে ডাবল সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে ৫টি রেকর্ড গড়েন গিল।

 

১. ‘টাইগার’ পতৌদির পর সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান

শুভমান গিল এই দুর্দান্ত ইনিংসটি খেলেছেন ২৫ বছর ২৯৮ দিন বয়সে। এই বয়সে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়কের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। তার চেয়ে কম বয়সে এই কৃতিত্ব শুধু মনসুর আলি খান পতৌদি করেছিলেন। ‘টাইগার’ পতৌদি ২৩ বছর ৩৯ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধেই ডাবল সেঞ্চুরি করেছিলেন।

 

২. ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় অধিনায়ক

শুভমান গিল ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। তার আগে বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি এই কাজ ৭ বার করেছেন, আর বাকিরা একবার করে।

 

৩. বিদেশে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক

গিল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক। তার আগে এশিয়ান অধিনায়কদের মধ্যে এই দেশগুলোতে সর্বোচ্চ স্কোর ছিল তিলকরত্নে দিলশানের। তিনি ২০০১ সালে লর্ডসে ১৯৩ রান করেছিলেন।

 

৪. ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই ডাবল

শুভমান গিল ভারতের চতুর্থ ব্যাটসম্যান, যিনি ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করেছেন। তার আগে এই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মা।

 

৫. ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস 

শুভমান গিল এখন ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। এর আগে এই রেকর্ড ছিল সুনীল গাভাস্কারের। ১৯৭৯ সালে ওভালে ২২১ রানের ইনিংস খেলেছিলেন গাভাস্কার। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর