ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৩৭

এটিএম বুথে জাল নোট পেলে কী করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ২২ নভেম্বর ২০১৯  

টাকা তোলার জন্য এটিএম বুথগুলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করা হয়। তবে মাঝে মধ্যে এখান থেকেও জাল নোট পাওয়া যায়। অবশ্য ব্যাংকের কাছে বিষয়টি প্রমাণ করতে পারলে টাকাটি ফেরত পেতেও পারেন। 
এক্ষেত্রে বুথ থেকে জাল টাকা হাতে পাওয়ার বিষয়ে প্রমাণ সংগ্রহ করতে হবে। যেমন:

১. নোটের নম্বরটি বুথের সিসিটিভি ক্যামেরার সামনে দেখাতে হবে।

২. বুথের নিরাপত্তায় দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর কাছে বিষয়টি অবহিত করতে হবে। তাদের সঙ্গে থাকা খাতায় নোটের নম্বর, বিবরণ ও অভিযোগের বিষয়টি লিখে আসতে হবে।

৩. সংশ্লিষ্ট ব্যাংকে বিষয়টি অবহিত করতে হবে। কোন বুথে কবে কোন সময় টাকাটি তুলেছেন সেটা জানাতে হবে।

প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট যার হাতে থাকে তাকেই বিচারের আওতায় আনা হয়। তাই কোনো নোট নিয়ে সন্দেহ হলে সেটা বাংলাদেশ ব্যাংক অথবা অন্য যেকোনো ব্যাংকে অবহিত করা উচিৎ। তবে ওই জাল নোটের বিপরীতে আসল নোট ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই।