ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food
১৬৯

ক্রিকেট খেলে কোন দেশ কত টাকার মালিক, রইলো তালিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৩ ২৪ জুন ২০২৫  

একটা সময়ে খেলা ছিলে শখের বিষয়। কিন্তু সময়ের পরিক্রমায় খেলাধুলায় এসেছে পেশাদারিত্ব। ক্রিকেটে পেশাদারিত্ব আসার পর থেকেই কদর বেড়েছে খেলোয়াড় এবং খেলার সঙ্গে সম্পৃক্ত কর্তাব্যক্তিদের। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে অজপাড়া থেকে উঠে আসা তরুণরাও বিশ্বতারকায় পরিণত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন সাকিব-মোস্তাফিজের মতো অনেক রথি-মহারথি।

 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট হলো টি-টোয়েন্টি। বিশ ওভারের এই ফরম্যাট আবিস্কারের পর থেকেই জনপ্রিয়তায় শীর্ষে। তারই এক বাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে অলি-গলির ক্রিকেটাররাও কোটিপতি বনে গেছেন। বর্তমান ক্রিকেট বিশ্বে যে কয়টি দেশ আধিপত্য বিস্তার করছে তার মধ্যে অন্যতম হলো- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। একটা সময়ে ভারতের আয়ের অন্যতম উৎস ছিল বলিউড। বর্তমানে ক্রিকেট ভারতের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

 

ভারত আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে, কোটি কোটি টাকা আয় করছে আইপিএল এবং জাতীয় দলের সম্প্রচার চুক্তি থেকেও। ক্রিকেট বিশ্বে আয়ের দিক থেকে শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ধনী বোর্ডের ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বছরের পর বছর ধরে শীর্ষে অবস্থান করছে। 

 

কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকার মালিক-

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর