ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮১১

চকবাজার অগ্নিকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের শোক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি এক শোকবার্তা পাঠিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন,নৃশংস এই ঘটনায় অনেকে নিহত হয়েছেন। তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি জানাই গভীর সমবেদনা। ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। পাশাপাশি যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

গেল বুধবার রাতে রাজধানীর প্রসাধনসামগ্রী ও প্লাস্টিক পণ্যের অন্যতম ব্যবসাকেন্দ্র চুড়িহাট্টায় আগুন লাগে। এতে ৭০ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হন। ওই এলাকার অধিকাংশ বাড়ির নিচে আছে কারখানা ও গুদাম। সেসবে রয়েছে অতি দাহ্য বস্তু।

সেসবে আগুন লাগলে বের হওয়ার পথ নেই। ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসব গলিপথে ঢুকতে পারে না। ওই দিনের অগ্নিকাণ্ডে এত মানুষ মারা যাওয়ার যেটি ছিল প্রধান কারণ।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর