ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৭৮

জাতীয় সঙ্গীত না গাওয়ায় শাস্তির মুখে ইরানের ফুটবলাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ২২ নভেম্বর ২০২২  

নিঃশব্দে হিজাববিরোধী আন্দোলনের প্রতিবাদ জানিয়েছিলেন ইরানের ফুটবলাররা। সোমবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় নীরব ছিলেন তারা। প্রশাসনকে কড়া বার্তা দিতে জাতীয় সঙ্গীর গাননি আলিরেজারা।

 

এর ফলে শাস্তির কবলে পড়তে হতে পারে। দেশে ফেরার পর ভয়ানক পরিণতির মুখোমুখি হতে পারেন ইরানের ফুটবলাররা। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ই গুইন জানান, বিশ্বমঞ্চে জাতীয় সঙ্গীত না গাওয়ার জন্য দেশে ফিরলে সমস্যায় পড়তে পারেন তারা। এমনকি তাদের পরিবারকেও আটক করা হতে পারে।
 

তিনি বলেন, এই মুহূর্তে ইরানের শাসনব্যবস্থা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় যাবতীয় বিদ্রোহ আটকানোর জন্য নির্মম হবে ইরান সরকার। তবে জনসাধারণের অবস্থান একটা সময় পর্যন্ত ফুটবলারদের রক্ষা করতে পারে। কারণ তারা বিশ্বকাপে ইরানের প্রতিনিধিত্ব করছে।

 

প্রসঙ্গত, শুধু ফুটবলাররাই নযন, দোহার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরাও এই প্রতিবাদে সামিল হয়। অনেকেই ইরানের জাতীয় সঙ্গীতের সময় চুপ করে ছিলেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর