ঢাকা, ১০ আগস্ট রোববার, ২০২৫ || ২৫ শ্রাবণ ১৪৩২
good-food
১৬৮

`তৌহিদী জনতার` বাধায় স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালুর নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ৩০ জানুয়ারি ২০২৫  

সম্প্রতি দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের দুটি ফুটবল ম্যাচে বাধার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে স্থগিত ম্যাচগুলো পুনরায় চালুর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

 

এছাড়া নারী অধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত হলে বা বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে' ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে 'দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা' নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

সম্প্রতি দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় 'তৌহিদী জনতা' তথা 'বিক্ষুব্ধ মুসল্লিদের' দাবির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয়া হয়।

 

তাছাড়া গত কয়েক মাসে বিভিন্ন স্থানে 'তৌহিদী জনতা'র ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠানে বাধা, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা, অনুষ্ঠানে বাধা কিংবা হামলা করে বন্ধ করে দেয়ার ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর