ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
২১৯

দুই মাইলফলকের সামনে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৯ ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার ধরা হয় সাকিব আল হাসানকে। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নম্বরে অবস্থান করা সাকিবের সামনে থাকছে দুইটি মাইলফলক ছোঁয়ার সুযোগ। যা ইংল্যান্ড সিরিজেই হয়ে যেতে পারে। 

 

২০০৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের পরই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন সাকিব। ১৮ বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দেয়া সাকিবের সামনে সুযোগ ইংল্যান্ড সিরিজেই দুইটি মাইলফলক ছোঁয়ার।
 

ব্যাট হাতে আর ১৬৫ রান করতে পারলেই সাকিব হবেন বাংলাদেশের ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান করা দ্বিতীয় ব্যাটার। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান আছে মোট ৪৩ জনের। সাকিবের বর্তমান ওয়ানডে রান ৬৮৩৫। বাংলাদেশিদের মধ্যে তিনি শুধু পিছিয়ে আছেন তামিম ইকবালের থেকে। যার ওয়ানডে রান সংখ্যা ৮০৭৪।


এদিকে বল হাতে আর ৬ উইকেট নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন সাকিব। সব মিলে মাত্র ১৩ বোলার ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন। ২৯৪ উইকেট নিয়ে সাকিব ওয়ানডেতে ১৪তম সর্বোচ্চ উইকেটের মালিক।
 

আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরই মধ্যে দুই দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব।   

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর