ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৩০

নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৫ ৫ অক্টোবর ২০২৫  

শরতের বিদায় ঘণ্টা বাজছে, দরজায় কড়া নাড়ছে হেমন্তের হিমেল হাওয়া। প্রকৃতি যখন ধীরে ধীরে শীতের রঙে রঙিন হতে শুরু করবে, ঠিক তখনই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে নতুন উত্তাপ। বিসিবি ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সফর সূচি।

 

বিসিবি জানায়, আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে পৌঁছাবে। সফরের সূচনা হবে সিলেটে। মনোরম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

 

এরপর সিরিজের ভাগ্য নির্ধারণের লড়াই গড়াবে রাজধানীতে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৩ সালে দুই দলের মধ্যে হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছিল। সেই স্মৃতি নিয়ে টাইগাররা এবার নামবে আরও পরিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে।

 

দীর্ঘ ফরম্যাটের পর এবার গতি ও উত্তেজনার পালা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ নভেম্বর, দ্বিতীয়টি ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচটি ২ ডিসেম্বর।

 

বিসিবি আশাবাদী, হেমন্তের এই সফর শুধুই আরেকটি সিরিজ নয়—বরং শীতের আগমনী হাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে নিয়ে আসবে নতুন উদ্দীপনা, নতুন প্রাণ। ঘরের মাঠে দর্শকদের উচ্ছ্বাসে মুখর থাকবে গ্যালারি, আর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও এক ধাপ উঁচুতে উঠবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর