ঢাকা, ১৫ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৩০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮

নিলামে নাম ডাকা হয়নি সাকিবের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৯ ২৬ নভেম্বর ২০২৪  

আইপিএলের মেগা নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো। অন্যদিকে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়দের তো নামও ডাকা হয়নি।

 

সৌদি আরবের জেদ্দায় চলমান মেগা নিলামের দ্বিতীয় দিনে বাংলাদেশি খেলোয়াড়দের নাম ডাকার কথা ছিল। এর মধ্যে প্রথমে মোস্তাফিজের নাম উঠেছিল। কিন্তু দুই কোটি রুপি ভিত্তিমূল্যে এই পেসারকে দলে টানতে আগ্রহ দেখায়নি কেউ। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়েও দলগুলোর মন জোগাতে পারেননি স্পিনার রিশাদ।

 

আইপিএলে বাংলাদেশের সবচেয়ে নিয়মিত মুখ সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুইবার আইপিএল জেতার কীর্তিও রয়েছে তার। তবে এবার তার নাম ডাকাই হলো না মেগা নিলামে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর