ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৮৪

পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ২ ডিসেম্বর ২০২২  

সাবাশ এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। শক্তিশালী পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠে গেল তারা। এশিয়ার দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে কোরিয়া। কিম ইয়ং গোন আর সন এর দুর্দান্ত দাপটে অসহায় মনে হলো বেঞ্চে বসে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

 

প্রথমে গোল করে এগিয়ে যায় পর্তুগাল। তবে অল্প সময়ের মধ্যে গোল পরিশোধ করে কোরিয়া। আর খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে অর্থাৎ অতিরিক্ত সময়ে মাঝ মাঠ থেকে বল নিয়ে সন আক্রমণ করেন পর্তুগালের ওপর। 

 

দক্ষিণ কোরিয়ার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি প্রথমার্ধের পর ১-১ সমতায় থেকে বিরতিতে যায় তারা। পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন রিকার্ডো হোর্তা। আর কোরিয়ার হয়ে গোল করেন কিম ইয়ং গিয়োন।

 

ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি অভিষেক ম্যাচেই গোল করলেন।

 

এক গোল খেয়েই শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক। ম্যাচে আর কোনও গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর