ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
১০২০

ওজন এক হাজার কেজি

পাকিস্তানে ভারতের হামলায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৯ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইএএফের মিরেজ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরাইলের তৈরি ‘স্পাইস ২০০’ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ‘স্পাইস ২০০’ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন এক হাজার কিলোগ্রাম।

এ ছাড়া এতে জিপিএসভিত্তিক দিক-নির্দেশনা ব্যবস্থা আগেই বসিয়ে দেয়া হয়েছিল। জ্যাম করার ব্যবস্থা ঠেকানো এবং লক্ষ্যভ্রষ্ট প্রতিহত করার প্রযুক্তিও এতে বসানো আছে।

মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের বালাকোট, চাটোকি ও মুজাফফরাবাদ সীমান্তে ওই হামলা চালায় ভারত। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৪৯ সেনা নিহতের জেরে এ হামলা চালানো হয়।

কাশ্মীরের পুলওয়ামায় ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মাদ। সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ হলেও নয়াদিল্লি দাবি করে, হামলায় ইসলামাবাদের মদদ রয়েছে। যদিও সে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে যথাযথ প্রমাণ চায় পাকিস্তান।

কিন্তু ভারতের পক্ষ থেকে নানা হুমকি-ধামকি দেওয়ার পর অবশেষে মঙ্গলবার ওই হামলা চালানো হয়।

জবাবে পাকিস্তানও ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটক করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর