ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৯৬

পাকিস্তানে ভারতের হামলায় ৩০০ জঙ্গি নিহত: নয়াদিল্লী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

পাকিস্তানের কাশ্মীর হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোরে ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান হাজার কেজি বোমা নিক্ষেপ করে এসব ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করে।

এতে ৩০০ পাক জঙ্গি নিহত হওয়ার দাবি করছে ভারত। তবে অস্বীকার করছে পাকিস্তান। অনেকে একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন।

নয়াদিল্লী বলছে, পাকিস্তান সমর্থিত এসব জঙ্গি ভারতের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইসলামাবাদ বলছে, এতে কোনো হতাহত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে চিরবৈরি দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, হামলায় জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী, প্রশিক্ষক, সিনিয়র কমান্ডারসহ ৩০০ সদস্য নিহত হয়েছে। যাদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।

নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, জইশ-ই-মহম্মদ দেশের বিভিন্ন স্থানে শিগগির আত্মঘাতী হামলা চালানোর উদ্যোগ নিচ্ছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটবার্তায় বলেন, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমানা লঙ্ঘন করেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জঙ্গি আস্তানাটি বালাকোটে অবস্থিত। তবে বিস্তারিত জানানো হচ্ছে না। আস্তানাটি কোথায় অবস্থিত তাও গোপন রাখা হচ্ছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বালাকোট অবস্থিত। এটি নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরের বাইরে পাকিস্তানি ভূখণ্ডে চালানো এ হামলা প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যকার উত্তেজনা উস্কে দেবে।

চীন পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, আমরা আশা করছি; ভারত ও পাকিস্তান সময়োচিত পদক্ষেপ নেবে। ফলে পরিস্থিতি স্থিতিশীল হবে। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।

১৯৭১ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতের প্রথম বিমান হামলা।

এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুজনেই নিজ দেশে শীর্ষ মন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছেন।

গেল ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৪০ সৈন্য নিহত হয়। জইশ-ই-মহম্মদ সেই হামলার দায় স্বীকার করে। এর পরপরই ভারত পাল্টা হামলার হুমকি দিয়েছিল। তবে মঙ্গলবার রাজস্থানের সমাবেশে মোদি সরাসরি হামলা নিয়ে কিছু বলেনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর