ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬৮

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৮ ১ ডিসেম্বর ২০২২  

সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারে এলোমেলো হয়ে যায় আর্জেন্টিনা।গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে, ড্র হলেও উত্তরণ অনিশ্চিত-এমন সমীকরণে বুধবার রাতে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা।  সব শঙ্কা উড়িয়ে দিয়ে দাপটের সাথে পোলিশদের ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে নাম লেখাল আলবিসেলেস্তেরা। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শনিবার শেষ ষোলোয় ‘ডি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। 

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলেছে আর্জেন্টিনা।  প্রতিপক্ষ পোলিশরা ‘পার্কিং দ্য বাস’ কৌশলে খেলে রক্ষণভাগে ৮/৯ জন খেলোয়াড় প্রহরায় রাখে।  বারবার আক্রমণে করেও মেসিদের হতাশ হতে হয়। আক্রমণের ধারাবাহিতায় পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। ৩৯ মিনিটে মেসির করা সেই স্পট-কিকটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন পোলিশ গোলকিপার। ভালো খেলেও প্রথমার্ধে কোনো গোল করতে সমর্থ হয়নি আর্জেন্টিনা। অবশেষে দ্বিতীয়ার্ধ শুরুর পর প্রথম মিনিটেই ডেডলক ভাঙেন ম্যাক অ্যালিস্টার। এই গোলে উজ্জীবিত আর্জেন্টিনা ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের কল্যাণে পায় দ্বিতীয় গোল। এতে জয় নিশ্চিত হয়ে যায়। 

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় উঠল আর্জেন্টিনা।  
তবে হেরেও শেষ ষোলোতে উঠেছে পোল্যান্ড।  আরেক ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও লাভ হয়নি মেক্সিকোর। গোল ব্যবধানে সামান্য পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে মেক্সিকো। রোববার শেষ ষোলোয় পোল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর