ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
৬৪৬

বস্ত্রমন্ত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন খবরটি মিথ্যা ও গুজব।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন। উদ্বেগের কোনো কারণ নেই। উনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি জানান, বস্ত্রমন্ত্রী অন্য কোন রোগে আক্রান্ত সেটা জানার জন্য মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, গুজব রটানোকারী দেশের শত্রু। এভাবে গুজব রটালে দেশে আতঙ্কের সৃষ্টি হয়।
এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার জানিয়েছেন, দস্তগীর গাজী রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি আছেন।
তিনি বলেন, মন্ত্রী উচ্চ রক্তচাপ ও বাত ব্যথাজনিত কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর