ঢাকা, ১৯ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ৫ পৌষ ১৪৩২
good-food
২৪

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৪ ১৯ ডিসেম্বর ২০২৫  

যুব এশিয়া কাপের গ্রুপপর্বে দারুণ ছন্দে থাকলেও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে পেরে উঠল না বাংলাদেশ যুবারা। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। অন্যদিকে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফলে শিরোপার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।

বৃষ্টির কারণে সেমিফাইনালের দুই ম্যাচেই ওভার কমিয়ে আনা হয়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৭ ওভার করে। অন্যদিকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরিধি করা হয় ২০ ওভার করে।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২১ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন সামিউন বাশার। আর ২০ রান করেন দলনেতা আজিজুল হাকিম তামিম।

রান তাড়া করতে নেমে পাক ওপেনার সামির মিনহাসের দুর্দান্ত ফিফটিতে সহজ জয় পায় পাকিস্তান। ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর