ঢাকা, ২৫ অক্টোবর শনিবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
২৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনলো উইন্ডিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৩ ২৪ অক্টোবর ২০২৫  

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার খারি পিয়েরকে দলে নিয়েছে ক্যারিবীয়রা।  মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারে উইন্ডিজ। এই জয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের নিল বাংলাদেশ। 

 

সিরিজের সব ম্যাচে খেলেছেন খারি। ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছেবাংলাদেশ-উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন তিনি। তবে সীমিত ওভারের এই সিরিজে নেই শামার জেসেফ। বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজেই ছিল তার নাম। কিন্তু ওয়ানডে সিরিজের মাঝপথেই চোটে পড়ে ছিটকে যান এই পেসার।

 

শুধু শামার নয়, ওয়ানডে দল থেকে ছিটকে যান আরেক পেসার জেদিয়ায় ব্লেডসও। পরিবর্তে উইন্ডিজ দলে যোগ দেন আকিল হোসেন। টি-টোয়েন্টি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগে বাংলাদেশে চলে আসেন এই স্পিনার। এবার তাদের সঙ্গে চট্টগ্রামে দেখা যাবে খারিকেও। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেটিই নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট। 

 

বাংলাদেশ সফরের জন্য সমান ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে উইন্ডিজ। সমান সদস্য নিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর