ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২১

বিপিএল চেয়ারম্যান আমিনুল, ক্রিকেট অপারেশনসে ফাহিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ৭ অক্টোবর ২০২৫  

দীর্ঘ নাটকীয়তা, বিতর্ক ও উত্তেজনা শেষে সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আর এর পরদিনই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে অনুষ্ঠিত হলো নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা। এই সভা কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং ক্ষমতার পুনর্বণ্টনের একটি মঞ্চ! বোর্ড সভার পরই ঘোষণা করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির প্রধানদের নাম।

 

সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এবং দুই সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ ও শাখাওয়াৎ হোসেন নির্বাচিত হওয়ার পর আজ নতুন বোর্ডের সকল পরিচালক নিজেদের সাংগঠনিক দায়িত্ব বুঝে নিলেন।

 

কমিটির দায়িত্বে অভিজ্ঞ ও তরুণ মুখ

বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে আনা হয়েছে অভিজ্ঞ ও তরুণ মুখদের, যা দেশের ক্রিকেটে নতুন কর্মোদ্যম আনবে বলে আশা করা হচ্ছে। আজকের বোর্ড সভায় নেওয়া প্রধান সিদ্ধান্তগুলো নিম্নরূপ:

 

বোর্ডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। অন্যদিকে, বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বিভাগ—ক্রিকেট অপারেশন্স এবং ফাইন্যান্স কমিটির গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেট কোচ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের হাতে।

 

নারী ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের দায়িত্বপ্রাপ্ত নারী ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে আব্দুর রাজ্জাককে। বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ ও নিরীক্ষণের জন্য অডিট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন মুখলেসুর রহমান খান।

 

যুব ক্রিকেট ও ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্ল্যাটফর্ম শক্তিশালীকরণের দায়িত্বে রয়েছে গেম ডেভেলপমেন্ট কমিটি, যার প্রধান ইশতিয়াক সাদেক। আর ঢাকা ক্লাব ক্রিকেটের মান নিয়ন্ত্রণ ও সময়োপযোগী পরিচালনার জন্য সিসিডিএমের (সিসিডিএম) প্রধান হয়েছেন আদনান রহমান দীপন।

 

এছাড়াও, জাতীয় দলের জন্য দ্বিতীয় স্তরের খেলোয়াড় তৈরি ও পরিচর্যার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নেতৃত্বভার পেয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বোর্ডের কার্যক্রমের সঠিক প্রচার ও গণমাধ্যমের সাথে সম্পর্ক উন্নয়নের দায়িত্বে থাকা মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন। বোর্ডের অবকাঠামোর মান উন্নয়নের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির প্রধান হয়েছেন শানিয়ান তানিম এবং বাংলাদেশ টাইগার্স প্রকল্পের প্রধানের দায়িত্ব পেয়েছেন রাহাত সামস।

 

নির্বাচনী সকল বিতর্ক পেছনে ফেলে নতুন বোর্ড এখন সম্পূর্ণরূপে সাংগঠনিক দায়িত্বে মনোনিবেশ করেছে। ক্রিকেট অপারেশনস, ফাইন্যান্স এবং হাই পারফরম্যান্সের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সঠিক হাতে তুলে দেওয়ায় নতুন বোর্ড দেশের ক্রিকেটের কাঠামোকে আরও মজবুত করবে বলেই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর