ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
২০১

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪০ ২২ নভেম্বর ২০২২  

কাতার বিশ্বকাপে প্রথম অঘটন। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব। শেষের শুরুটা দারুণ করেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১০ম মিনিটে তার দেয়া পেনাল্টি গোলে লিড পায় ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা। পরে মেসিসহ দলের আরো দুই তারকা তিনটি গোল দিলেও রেফারি অফসাইডের অভিযোগে বাতিল করে দেন।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার ওপর চড়াও হয় সৌদি। খেলায় সমতা আনতে ক্ষিপ্রগতিতে আর্জেন্টিনার রক্ষণভাগ তছনছ করে মাত্র ৭ মিনিটের মাথায় দু দুটি গোল করে জয়ের সম্ভাবনা জাগায় তারা। ৪৮ মিনিটে গোল করেন সালেহ আল শেহরি। ৫ মিনিটের মধ্যেই লিড নেয় সৌদি। ৫৩ মিনিটে দুর্দান্ত গোল উপহার দিয়েছেন সালেম আল দোসারি। এ গোলেই ঐতিহাসিক জয় কুড়ায় সৌদি।

 

পরে অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি মেসির দল। একপর্যায়ে নত মস্তকে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে ম্যাচের নবম মিনিটেই ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিক নেন মেসি। এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসির এটাই শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের।

 

সে লক্ষ্যে সৌদির বিপক্ষে সূচনাটা ভালোই হয়েছে বলা যায় মেসির। তবে এই পেনাল্টির পর দারুণ একটা পরিসংখ্যানও সামনে চলে এলো। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম পেনাল্টি থেকে গোল করল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে আলবিসেলেস্তেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির বাঁ পায়ের দুর্দান্ত একটি শট ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক আল ওয়েসিস। ২২তম মিনিটে একটি গোল করেন মেসি। কিন্তু লাইন্সম্যান আগেই ফ্ল্যাগ তুলে জানালেন অফসাইড।

 

২৮ মিনিটে লওতারো মার্টিনেজ গোল করেন। কিন্তু এবারও ভিএআরের কারণে দেকা গেলো তিনি ছিলেন অফসাইডে। সুতরাং গোল বাতিল। ৩৪ মিনিটে আরও একবার সৌদির জালে বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু সাইড রেফারি জানিয়ে দেন- এটা ছিল অফসাইড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর