ঢাকা, ০৪ মে রোববার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
১৭

ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা উড়িয়ে দিল বিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৩ ২ মে ২০২৫  

৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্কটাও আরও খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কার খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

 

এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই সফর সূচির অংশ। তবে এখনও কিছু চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর না করার প্রবল সম্ভাবনা রয়েছে।

 

যদিও এসব শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এবং বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বিসিসিআই ও বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমি নিশ্চিত, এই সিরিজ পরিকল্পনামতোই হবে।

 

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা ভারতের। ১৭ এবং ২০ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে ভারত এবং বাংলাদেশ দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।

 

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই মাঠে গড়াবে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি শেষে ঢাকায় ফিরবে দুই দল। ২৯ এবং ৩১ আগস্ট ঢাকায় মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর