ভারত কেন শিরোপা নেয়নি? মোদী, নকভী, সুরিয়া ও সালমান যা বললেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৫ ২৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে নানা নাটকীয়তায় শিরোপা জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দি দেশের মাঠের বাইরের লড়াই। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫ আসরের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে সুরিয়া কুমার ইয়াদাভের দল। তবে চ্যাম্পিয়ন হলেও শিরোপা হাতে নেয়নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নকভীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।
নকভী একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানান, খেলোয়াড়রা আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে, ভারতীয় ক্রকেটারেরা নকভীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানানোর পর তাদেরকে টুর্নামেন্ট সেরার ট্রফি কিংবা বিজয়ী দলের মেডেল কিছুই হস্তান্তর করেনি এসিসি। তবে এসব এখন আলোচনার টেবিলে নেই। কথা হচ্ছে ম্যাচের পর পোস্ট ম্যাচ আনুষ্ঠানিকতায় ভারতীয় ক্রিকেট দলের নাটকীয় সব সিদ্ধান্ত নিয়ে।
ম্যাচের পর যা যা ঘটলো
জয়ের পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সম্প্রচারের সময় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল জানান, ভারতীয় দল পুরস্কার বিতরণী মঞ্চে অংশ নেবে না এবং ট্রফিও নেবে না। এরপর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেন, ভারতীয় ক্রিকেটাররা এসিসি সভাপতি নকভীর কাছ থেকে ট্রফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বিজয়ী দল মঞ্চে ওঠেনি এবং ট্রফিও ভারতীয় দলের অধিনায়ককে দেয়া হয়নি।
যদিও ম্যান অব দ্য ম্যাচ তিলক ভার্মা, ম্যান অব দ্য টুর্নামেন্ট অভিষেক শর্মা এবং এমভিপি কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার নিতে মঞ্চে যান। তবে তারা নকভীর দিকে কোনো মনোযোগ দেননি। বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়েছে, মঞ্চে উপস্থিত একমাত্র ব্যক্তি যিনি ভারতীয় খেলোয়াড়দের জন্য হাততালি দেননি, তিনি ছিলেন নকভী।
অন্যদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এসিসি ও স্টেডিয়াম কর্তৃপক্ষ ঠিক করছিলেন, কার হাত দিয়ে ট্রফি প্রদান করা হবে। পরে অনুষ্ঠান হঠাৎ বন্ধ করে ট্রফি ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। ভারত ট্রফি না গ্রহণ করলেও মাঠে নিজেদের মতো করেই জয় উদ্যাপন করেছে। ফাইনালের একদিন আগে নকভী এক বিবৃতিতে বলেন, আমি দারুণ এক ফাইনাল দেখতে মুখিয়ে আছি এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়ার জন্য অপেক্ষা করছি।
মোদীর বক্তব্য, নকভীর জবাব
ভারতের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দলকে অভিনন্দন জানান। তার পোস্টে তিনি 'অপারেশন সিন্দুর'-এর উল্লেখ করেন। মোদী লেখেন, খেলার মাঠে অপারেশন সিন্দুর। ফলাফল একই, ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।
চলতি বছরের এপ্রিলে পাহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানকে 'অপারেশন সিন্দুর' নাম দেয়া হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের জবাব দেন এসিসি সভাপতি মোহসিন নকভী। মোদীর পোস্ট রিপোস্ট করে তিনি লেখেন, যদি যুদ্ধই আপনার গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের কাছে ভারতের অপমানজনক পরাজয়ের রেকর্ড রেখেছে। আর কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্য পরিবর্তন করতে পারবে না। খেলায় যুদ্ধকে টেনে আনা হতাশাজনক এবং খেলাধুলার চেতনার প্রতি অপমান।
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইনস্টাগ্রামে লেখেন, অসাধারণ জয়। আমাদের খেলোয়াড়দের দুর্দান্ত উদ্যম আবারও প্রতিপক্ষকে ভেঙে দিয়েছে। ক্ষেত্র যাই হোক না কেন, ভারতের জয় নিশ্চিত।
ভারতীয় অধিনায়ক যা বলেন
ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদাভ ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, এটি দলের যৌথ সিদ্ধান্ত ছিল। এদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে স্পষ্ট করে জানান, ভারতীয় দল পাকিস্তানের মন্ত্রী ও এসিসি সভাপতি নকভীর কাছ থেকে ট্রফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আইসিসি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে।
এদিকে, ভারতীয় ক্রকেটারেরা নকভীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানানোর পর তাদেরকে টুর্নামেন্ট সেরার ট্রফি কিংবা বিজয়ী দলের মেডেল হস্তান্তর করেনি এসিসি। সুরিয়া কুমার ইয়াদাভ জানান, তিনি কখনও দেখেননি যে কোনো চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেয়া হয়নি। যে ট্রফি কঠোর পরিশ্রমে জেতা হয়েছে, সেটাই দেয়া হলো না। আমার বিশ্বাস আমরা সেটা পাওয়ার যোগ্য ছিলাম।
একজন সাংবাদিক প্রশ্ন করেন নকভীর কাছ থেকে ট্রফি না নেয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ছিল কিনা, জবাবে ভারতীয় অধিনায়ক বলেন, আমরা মাঠেই এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ আমাদের কিছু বলেনি।
পাক অধিনায়কের প্রতিক্রিয়া
ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে ট্রফি বিতর্ক ও ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তার পারফরম্যান্স কি এই বিতর্কের আড়ালে চাপা পড়ে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো সব সময় সমালোচনা করা হয়। আমরা জানি এই টুর্নামেন্টে আমাদের ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং কোন জায়গায় উন্নতি করতে হবে তা নিয়েই আমরা ভাবি। অন্য কিছুতে আমাদের মনোযোগ নেই।
হ্যান্ডশেক ও খেলোয়াড়সুলভ আচরণ নিয়ে প্রশ্নের জবাবে সালমান আগা জানান, ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ তার কাছে হতাশাজনক লেগেছে। তিনি বলেন, আপনি যদি ক্রিকেটের দিকে তাকান, হাত মেলাতে অস্বীকার করা বা এমন আচরণ করা আমাদের প্রতি অসম্মান নয়, বরং ক্রিকেটের প্রতি অসম্মান। আর যারা ক্রিকেটকে অসম্মান করে, তারা কোথাও না কোথাও প্রকাশ পাবে। আমি মনে করি না কোনো ভালো দল আজকের মতো আচরণ করবে। ভালো দল সেটাই করে যা আমরা করেছি। একাই যাওয়া, ট্রফি নিয়ে ছবি তোলা এবং মেডেল সংগ্রহ করা।
সালমান আগা দাবি করেন, টুর্নামেন্ট শুরুর সময় সংবাদ সম্মেলন বা রেফারির সঙ্গে বৈঠকে ভারতীয় অধিনায়ক তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। তবে মাঠে প্রকাশ্যে তা করেননি। তিনি বলেন, আমার মনে হয় উনি (সুরিয়া কুমার) কেবল তাকে দেয়া নির্দেশই মেনে চলছিলেন। যদি তাই হয়, তাহলে ঠিক আছে।
- আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস
- ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেসব উপায়ে
- বিসিবি নির্বাচন: ভোট দেননি তামিম, জানালেন ফেসবুকে
- জীবনসঙ্গী রাগী? জেনে নিন রাগ সামলানোর কৌশল
- পরিচালকের প্রেমিকা হয়েও ক্যারিয়ার গড়তে পারল না: রুনা খান
- ওয়াই-ফাই স্লো হওয়ার কারণ ও গতি বাড়ানোর টিপস
- জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল
- অ্যানথ্রাক্স: অসুস্থ গবাদিপশুকে মাটিচাপা দেয়ার পরামর্শ
- বিউটি বার্নআউট কী? কেন বাড়ছে?
- জিৎকে শুটিংয়ের অনুমতি দেয়নি প্রশাসন
- ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৯, ভর্তি সর্বোচ্চ
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল-ফাহিম
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন: ফখরুল
- গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় যা আছে
- নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির
- জেমিনি নাকি চ্যাটজিপিটি: এআই ইমেজ তৈরিতে সেরা কোনটি
- বাগদান সারলেন রাশমিকা–বিজয়, বিয়ে করছেন কবে
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেপথ্য নায়ক যারা
- ‘বিএনপির প্রার্থী বাছাই চলছে, শিগগিরই ঘোষণা’
- সবকিছু ভুলে যান? মনে রাখতে যা করবেন
- অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা
- প্রিয়াঙ্কাকে হুবহু নকল, তুমুল কটাক্ষের শিকার উর্বশী
- একীভূত ৫ ব্যাংকের নাম হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
- খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির
- আফগানদের উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সকালে খালি পেটে হাঁটার উপকারিতা
- যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
- উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর, প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা
- এনসিপিকে শাপলা ব্যতিত যেসব প্রতীকের অপশন দিলো ইসি
- স্মার্টফোন হ্যাং হলে যা যা করবেন
- প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন
- ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন
- কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন
- প্রিয়াঙ্কাকে হুবহু নকল, তুমুল কটাক্ষের শিকার উর্বশী
- ডেঙ্গুর ঝুঁকিতে বেশি কারা? লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা
- নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব
- শীঘ্রই সত্যিটা সামনে আসবে, ষড়যন্ত্রের ইঙ্গিত বিজয়ের
- ইউটিউব-গুগলের বিরুদ্ধে ৪ কোটির মামলা ঐশ্বরিয়া-অভিষেকের
- সকালে খালি পেটে হাঁটার উপকারিতা
- ২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি
- ভারত কেন শিরোপা নেয়নি? মোদী, নকভী, সুরিয়া ও সালমান যা বললেন
- অভিষেকের পর পাকিস্তানকে কটাক্ষ অমিতাভের, কড়া জবাব শোয়েবকে
- হাসিনা, জয় ও পুতুলের পৃথক ৩ মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ
- সবকিছু ভুলে যান? মনে রাখতে যা করবেন
- গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনাকে মুসলিম দেশগুলোর সমর্থন
- বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান
- একীভূত ৫ ব্যাংকের নাম হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
- নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
- উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর, প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা