ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
২৩২

ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ৮ ফেব্রুয়ারি ২০২৩  

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুর্কি ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব।

 

সোমবার তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকমাইল জুড়ে তৈরি হয়েছে ধ্বংস্তুপ। এই ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও অসংখ্য মানুষ।

 

এর মধ্যেই মাঝে মাঝে কিছু জীবিত মানুষকে উদ্ধার করে আনছেন উদ্ধারকর্মীরা। তবে উদ্ধার করে আনাদের মধ্যে মৃতের সংখ্যাই বেশি। উদ্ধারকাজ চালাতে গিয়ে আহমেত এইয়ুপের লাশের সন্ধান পান উদ্ধারকর্মীরা। আহমেদের নিহতের সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোর।

 

ক্লাবটি টুইটারে এক শোক বার্তায় লিখেছে, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ এইয়ুপ তুর্কাসলান- ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার মৃত আত্মার শান্তি কামনা করছি।’

 

তারা লিখেছে, ‘আমরা কখনোই তোমাকে ভুলবো না। তুমি হচ্ছো আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যতিত্বের অধিকারী।’

 

২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতিয়াস্পোরে যোগ দেন তিনি। ক্লাবটির জার্সি গায়ে ছয় বার গোলপোস্ট সামলাতে মাঠে নামেন এই গোলরক্ষক। আহমেত ইয়ুপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটির ফুটবল অঙ্গনে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর