ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
১৮১

মরক্কোর কাছে হেরে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৩ ২৬ মার্চ ২০২৩  

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার দেশ মরক্কো রবিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়। ইবনে বতুতা স্টেডিয়ামে দাপট দেখিয়েছে মরক্কো, সেলেসাওদের  ২-১ গোলেহারিয়ে দিয়েছে। ব্রাজিলের বিপক্ষে এটি মরক্কোর প্রথম জয়।

ম্যাচের ২৯তম মিনিটে মরক্কোর হয়ে প্রথম গোল করেন সোফিয়ান বুফাল। লিড ধরে রেখে বিরতিতে যায় কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে অধিনায়ক কাসেমিরোর দেয়া গোলে সমতা ফিরিয়ে আনে ব্রাজিল।  তবে গোলের ১২ মিনিট পর ফের এগিয়ে যায় মরক্কো। আবদেলহামিদ সাবিরির করা গোলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ২-১ এ।

ম্যাচের বাকি সময় গোল না হওয়ায় হার নিয়েই ব্রাজিলকেমাঠ ছাড়তে হয়। কাতার বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিতে। এখন পর্যন্ত তার বিকল্প খুঁজে পায়নি ব্রাজিল। অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। 
৫ বার বিশ্বকাপজয়ী দলকে পরাজিত করে মরক্কো দল উড়ছে। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল তারা।  এবার ব্রাজিলের বিপক্ষে তুলে নিল দারুণ জয়। আগামী ২৮ মার্চ আরো একটি প্রীতি ম্যাচ খেলবে মরক্কো। যেখানে তাদের প্রতিপক্ষ পেরু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর