ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food
২০২

মাঠে নেমেই ফিফটি হাঁকালেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৭ ১০ জুলাই ২০২৫  

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের পর্দা উঠেছে বৃহস্পতিবার (১০ জুলাই)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। আর এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। লম্বা সময় পর মাঠে নেমেই দারুণ ব্যাটিং করেছেন তিনি। পেয়েছেন ফিফটির দেখা।

 

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে দুবাই । দলের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করেন সাকিব।

 

দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই।

 

দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের খেলা প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিং করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না তাকে। ফলে দেখে-শুনে খেলেন সাবেক টাইগার কাপ্তান। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর