ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৫২

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিমের পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০১ ২১ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অবশেষে পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অবসরে যাচ্ছেন জিম। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার ভেরিফাইট টুইটার থেকে এক টুইট বার্তায় এ তথ্য দিয়েছেন।

ট্রাম্প তার টুইটে বলেন, ম্যাটিস ফেব্রুয়ারির শেষের দিকে অবসরে যাচ্ছেন। তিনি আমার জন্য গুরুত্বপূর্ণ সহায়তাকারী একজন ছিলেন। 

সিরিয়া থেকে সব মার্কিন সৈন্যকে ফেরত নেয়ার বিতর্কিত সিদ্ধান্তের মাত্র একদিনের মাথায় জিম ম্যাটিসের পদত্যাগের ঘোষণা এলো।

ম্যাটিস তার পদত্যাগপত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মানের কথা জানিয়ে লিখেছেন, বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে যার দৃষ্টিভঙ্গির সাদৃশ্য রয়েছে তাকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করার অধিকার আছে।

প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিক্রিয়ায় মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, গর্বিত মন্ত্রী হিসেবে তিনি প্রেসিডেন্ট এবং জাতির জন্য অনেক কিছু করেছেন। আমাদের শ্রদ্ধার প্রতি আজীবন থাকবে।

অন্যদিকে ম্যাটিসকে ট্রাম্প প্রশাসনে 'স্থায়িত্বের দ্বীপ' হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর