ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ২ পৌষ ১৪৩২
good-food
২৫

মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রাজ, থানায় অভিযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৮ ১৬ ডিসেম্বর ২০২৫  

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে একবার দেখার আশায় হাজার হাজার দর্শক এসেছিলেন। কিন্তু অনেক দর্শকই মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও অনেকেই মেসির দেখা পাননি। এ কারণে স্টেডিয়ামে বিশৃঙ্খলাও হয়েছে।

এই ঘটনার মধ্যেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু ছবিটি পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে নিয়ে কটু কথা বলতে শুরু করেন। কেউ কেউ তার শরীর ও সন্তানকে নিয়েও নোংরা মন্তব্য করেন।

অনেক দর্শকের অভিযোগ, সাধারণ মানুষ টাকা খরচ করেও মেসিকে দেখতে পাননি, অথচ শুভশ্রী মেসির খুব কাছে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়।

এই বিষয়ে শুভশ্রী নিজে কোনও মন্তব্য করেননি। তবে তার স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী প্রকাশ্যে স্ত্রীর পাশে দাঁড়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, “শুভশ্রী একজন মা, অভিনেত্রী, বন্ধু এবং মেসির ভক্ত। অভিনেত্রী হওয়ার কারণে কি তিনি মেসির ফ্যান হতে পারেন না? আপনারা তাকে কতটা চেনেন?”

রাজ শুধু পোস্ট করেই থামেননি। ট্রোল করার জন্য টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেন। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি। রাজ বলেন, একজন নারীকে তার শরীর বা সন্তান নিয়ে অপমান করা কখনওই মেনে নেওয়া যায় না। তিনি জানান, শুধু শুভশ্রীর জন্য নয়, যে কোনও নারীর সঙ্গে এমন হলে তিনি প্রতিবাদ করবেন।

রাজ আরও বলেন, দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে দুঃখ পেয়েছেন, এটা খুব খারাপ। কিন্তু তার জন্য শুভশ্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সামনে কেউ এমন কথা বললে আমি চুপ করে থাকব না।

মেসির তিন দিনের ভারত সফর শেষ হয়েছে। কলকাতায় বিশৃঙ্খলার পর হায়দরাবাদ, মুম্বাই হয়ে দিল্লিতে গিয়েছেন তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেছেন, আবার ভারতে আসবেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর