ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৪৮৩

রাজশাহীতে গাছ থেকে ১৩ মে থেকে আম নামানো হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৮ ১২ মে ২০২২  

আমের শহরখ্যাত রাজশাহীতে চলতি মৌসুমে আমে আমে ছেয়ে গেছে বাগানগুলো। এরই মধ্যে গাছ থেকে আম নামানোর সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আম নামানোর তারিখ ঘোষণা করা হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার  থেকে শুরু হয়ে মৌসুম  ২০ আগস্ট পর্যন্ত চলবে।

১৩ মে গুটিআম, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী এবং ২০ আগস্ট থেকে ইলমতি নামানো হবে।

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগে কেউ আম নামিয়ে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর আম উত্তরাঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তাই সুমিষ্ট এসব আম বাজারে নামার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর