ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১
good-food
৭৪

শ্রীলংকাকে হারিয়ে টাইগারদের শুভ সূচনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ৮ জুন ২০২৪  

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সুচনা করেছে বাংলাদেশ। শনিবার (০৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্রুপ 'ডি' ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।

 

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ম্যাচে এটা বাংলাদেশের ষষ্ঠ জয়। এই জয়ে সুপার এইটে ওঠার পথ সুগম হলো বাংলাদেশ। শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারলো। বাংলাদেশ পরের তিন ম্যাচে দুটিতে জিতলে চলে যাবে সুপার এইটে। টাইগারদের পরের তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

 

শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকেও রান তাড়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছিলো বাংলাদেশ। লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিং ও তাওহিদ হৃদয়ের ঝড়ে পরে ম্যাচ নিজেদের দিকে নিতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। তাদের বিদায়ের পর আবার তৈরি হয় কঠিন অবস্থা। নুয়ান তুশারার তোপে চাপে পড়া বাংলাদেশ অবশ্য ঠিকই তীরে ভিড়িয়েছে তরি।

 

আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে ধুঁকতে ধুঁকতে ২ উইকেটে জয় পেল বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর