ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৫ ভাদ্র ১৪৩২
good-food
২৭৭

সব রেকর্ড ভেঙে চুরমার, আইপিএলের সবচেয়ে দামি এখন পান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৭ ২৫ নভেম্বর ২০২৪  

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব বেশিক্ষণ টিকল না শ্রেয়াস আইয়ারের কাছে। কয়েক মিনিটের মধ্যেই তাকে ছাপিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের কীর্তি নিজের করে নিলেন রিশাভ পান্ত। তাকে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে টেনেছে লখনউ সুপার জায়ান্টস।

 

এর আগে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। গত আসরের মিচেল স্টার্কের রেকর্ড (২৪ কোটি ৭৫ লাখ রুপি) ভেঙে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন শ্রেয়াস।

 

তবে এবার সে রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পান্ত। লখনউ তাকে পাখির চোখ করে রেখেছিল। নিলামের প্রথম সেটে নাম উঠতেই রেকর্ড পারিশ্রমিক দিয়ে তাকে দলে টেনে নেয় তারা।

 

পান্তের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম সেট বা মার্কি-১ এর নিলাম। এই পর্বে যে ছয় ক্রিকেটারের নাম উঠেছে, তারা সবাই ১০ কোটির বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর