ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
১৩৫৫

সিগারেটের আগুনে ৩০০ গাড়ি পুড়ে ছাই!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

বিমান প্রদর্শনীর পার্কিং লটে থাকা ৩০০ গাড়ি আগুনে পুড়ে গেছে। ভারতের বেঙ্গালুরুতে শনিবার এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জ্বলন্ত সিগারেট মাঠের ঘাসে ফেলায় তা থেকে আগুন ছড়িয়ে পড়ার সন্দেহ করছেন তদন্তকারীরা।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির আকাশ ঢেকে যায় মোটা কালো ধোঁয়ায়।


দ্বিবার্ষিক বিমান প্রদর্শনী ‘এরো ইন্ডিয়া ২০১৯’র জন্য সেখানো শতাধিক বিমানও দাঁড় করানো ছিল। তবে, সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমএম রেড্ডি বলেন, ‘মাঠের শুকনো ঘাস এবং ঝড়ো হাওয়ার জন্য হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। ওই মাঠেই দাঁড় করানো ছিল বহু গাড়ি। মুহূর্তে প্রায় সবক’টি গাড়িই ভয়াল আগুনের করাল গ্রাসে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত উপস্থিত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বিমান প্রদর্শনীটি শেষ হওয়ার কথা  রোববার।
আগুন লাগার পর ওই বিমানঘাঁটি থেকে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করেনি।

বিমানঘাঁটির উপরে মহড়া চলাকালীন ভারতীয় এয়ার ফোর্সের দু’টি জেট বিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে ভূপাতিত হওয়ার চার দিনের মাথায় এই আগুন লাগার ঘটনা ঘটল। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর