ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৮৪৭

সিসিইউতে এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ২৬ জুন ২০১৯  

বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন এরশাদ। তার ছোট ভাই বর্তমানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের খবর নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর  ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন। 

বিশ্বস্ত সূত্রে জানা দাবি করেছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)  নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এরশাদ। 

সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন, স্যার চেকআপের জন্য নিয়মিত সিএমএইচে যান। সেখানে তার চিকিৎসা হয়। যখন খারাপ লাগে তখনই উনি সিএমএইচে যান।