ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৬৩

সুর নরম করে আলোচনার বার্তা দিলেন মোদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ২১ ফেব্রুয়ারি ২০১৯  

পাক ভারত চরম উত্তেজনার মধ্যে সুর কিছুটা নরম করে ইসলামাবাদকে আলোচনার বার্তা দিয়েছেন মোদি। এক্ষেত্রে মধ্যস্ততার ভুমিকায় অনেকটা সফল হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।
ভারত অধ্যুষিত কাশ্মীরে সিআরপি কনভয়ে গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলার পরই পাকিস্তানকে উদ্দেশ করে  মোদি বলেছিলেন, ‘আলোচনার পাট শেষ।  

ভারত সফররত সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে মোদির বৈঠকের পর বুধবার  যৌথ বিবৃতিতে বলা হলো, সামগ্রিক আলোচনা যেখানে শুরু হতে পারে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সে রকম পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

পুলওয়ামার ওই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহম্মাদ নামের একটি সংগঠন। এর নেতা মাওলানা মাসুদ আজহারকে জাতিসংঘের ‘জঙ্গি’ তালিকায় আনার দাবি জোরদার হয়ে ওঠার আবহে পাকিস্তান সফরে গিয়েছিলেন বিন সালমান। সেখানে পাকিস্তান-সৌদি যৌথ ঘোষণাপত্রে ছিল জাতিসংঘে ‘জঙ্গি’ তালিকা নিয়ে রাজনীতির অভিযোগ। 

সৌদি-ভারত যৌথ বিবৃতি বলছে, জঙ্গির পাশাপাশি জঙ্গি সংগঠনকেও জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় আনার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে বৈঠকে।’সীমান্তপারের সন্ত্রাস রোখা, জঙ্গি গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য বন্ধ করা— সবই রয়েছে বিবৃতিতে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়,  বৈঠকে এ কথা স্পষ্ট পুলওয়ামা-পরবর্তী পরিস্থতি সামলাতে কূটনৈতিক পথেই জোর দিচ্ছে দিল্লি। সৌদি আরব পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। তাই সে দেশের নেতৃত্বকে পাশে রেখে বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদকে।

বলা হয়েছে, ২০১৪ সালের মে থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে মোদি যে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছিলেন, তার প্রশংসা করেছেন সালমান।

ঘটনা হলো, পাক-ভারত দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় রাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না— এটাই ছিল ভারতের অবস্থান। সৌদি আরবের সঙ্গে যৌথ বিবৃতিতে পাকিস্তান প্রসঙ্গ রেখে সেই অবস্থান থেকে সরে এলো নরেন্দ্র মোদির সরকার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর