ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৯০৯

সেনাবাহিনীতে সমকামিতা বরদাস্ত করা হবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৫ ১০ জানুয়ারি ২০১৯  

দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, সেনা সদস্যদের মাঝে সমকামিতা কখনোই বরদাস্ত করা হবে না। তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর কিছু নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় সেনাবাহিনী প্রধান।
সমকামিতাকে ভারতের সুপ্রিম কোর্ট আইনি বৈধতা দিলেও তা মানতে নারাজ ভারতীয় সেনাবাহিনী।। 
গত বছরের সেপ্টেম্বরে সংবিধানের ৩৭৭ ধারা খারিজ করে সমকামিতাকে বৈধতা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ভেতরে রয়েছে আগের চিত্র। সেনাবাহিনীতে সমপ্রেমী সম্পর্ক মেনে নেয়া হয় না বলে দাবি করেছেন রাওয়াত।

 রাওয়াতকে তার রুটিন বার্ষিক সংবাদ সম্মেলনে সমকামিতাকে আইনি বৈধতা দেয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা দেশের আইনের ঊর্ধ্বে নই। কিন্তু যখনই কেউ সেনাবাহিনীতে যোগ দেয়, তখন কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন তাকে মেনে চলতেই হয়।’

এমনকি পরকীয়া নিয়েও  রাওয়াতের গলায় ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টো সুর। বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলা আইনের চোখে আর অপরাধ না হলেও পরকীয়া নিয়ে সেনাবাহিনী এখনও গোঁড়া মনোভাবই বজায় রেখেছে বলে মন্তব্য করেন তিনি। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর